New Update
/anm-bengali/media/media_files/Y6epKVRw98ARDzZ7JQdm.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : বুধবার তৃণমূলের নবজোয়ার যাত্রার ৪২তম দিন। এই মুহূর্তে নবজোয়ার যাত্রা নিয়ে হুগলিতে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে তার। দুপুর আড়াইটে নাগাদ আরামবাগ ব্লকে রয়েছে অভিষেকের জনসভা। এরপর বিকেল সাড়ে ৪ টে নাগাদ ধনিয়াখালিতে রয়েছে জনসংযোগ যাত্রা। বিকেল সাড়ে ৫টায় সপ্তগ্রামের পোলবা দাদপুর ব্লকে রোড শো করবেন অভিষেক। সন্ধে সাড়ে ৬ টা নাগাদ বলাগড়ে রয়েছে অধিবেশন কর্মসূচি। সেখানে কামারপাড়া হাইস্কুল প্রাঙ্গণেই করবেন রাত্রিবাস।
Programme Schedule for Day 42 of #JonoSanjogYatrapic.twitter.com/q8ivwcVo5Q
— All India Trinamool Congress (@AITCofficial) June 7, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us