/anm-bengali/media/media_files/pLEBnEfS0LNXt6ytEHKe.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের এখনও বছরখানেক বাকি। তবে তার আগেই ফলাফল নিয়ে স্পষ্ট ভবিষ্যদ্বাণী করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার ডায়মন্ড হারবারে নিজের সাংসদ তহবিলের কাজের পর্যালোচনা সভা ‘নিঃশব্দ বিপ্লব’-এ অভিষেক বলেন, “২০২৬-এর ভোটে বিজেপি নাকি বাংলার ক্ষমতা দখল করবে! ওরা গতবার ৭৭টা আসন পেয়েছিল, এবার তা কমে ৫০-এর নিচে নেমে আসবে। আজকের সভা থেকে আমি এই ভবিষ্যদ্বাণী করে গেলাম”।
অভিষেক এও বলেন, “আমি সচরাচর কোনও বিষয়ে ভবিষ্যদ্বাণী করি না। তবে করলে ইশ্বরের কৃপায় তা মিলে যায়। মানুষ কী চায়, কী ভাবছে, তা আমি বুঝি”।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/hhHbeo86IRCkPZXoskxo.png)
তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। ২০২১ সালের বিধানসভা ভোটের সময় ভোট কৌশলী প্রশান্ত কিশোর বলেছিলেন, বিজেপি ১০০ আসনের গণ্ডি পার করতে পারবে না। পরে দেখা যায়, বিজেপি থেমে যায় ৭৭টি আসনে। সেই প্রেক্ষিতেই অভিষেকের ভবিষ্যদ্বাণীকে ঘিরে তৃণমূল সমর্থকদের মধ্যে নতুন আশার জন্ম নিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us