মঙ্গল থেকে পঞ্চায়েতের প্রচার শুরু অভিষেকের

মঙ্গল থেকে পঞ্চায়েতের প্রচার শুরু করবেন অভিষেক। প্রথম দিনই জোড়া সভা করবেন নদিয়ায়।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
abhishek.jpg

File Pic

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোট ঘিরে গ্রাম বাংলার রাজনীতির উত্তাপ এখন চরমে। ইতিমধ্যে ভোটের মনোনয়ন পর্ব মিটে গিয়েছে। এখন চলছে প্রচার। আগামী বছর লোকসভা নির্বাচনের আগে গ্রাম বাংলার দখল ধরে রাখতে মরিয়া রাজ্যের শাসকদল তৃণমূল। সেই লক্ষ্যে প্রচারে কোনও খামতি রাখতে চাইছে না ঘাসফুল শিবির। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখা যাবে প্রচারে। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, আগামী ২৭ জুন থেকে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করবেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আগামী ২৭ জুন অভিষেক প্রচার শুরু করবেন নদিয়া জেলা থেকে। নদিয়া জেলার কৃষ্ণনগর ও রানাঘাটে সভা করবেন অভিষেক। সেই সভার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ২৭ থেকে শুরু করে অভিষেকের প্রচার চলবে ৫ জুলাই অবধি। এই সময়কালে রাজ্যের বিভিন্ন জেলায় সভা করবেন তিনি। পঞ্চায়েত ভোট ঘোষণার আগে থেকেই অভিষেক ব্যস্ত ছিলেন তৃণমূলে নবজোয়ার কর্মসূচি নিয়ে। সেই কর্মসূচি শুরু হয়েছিল উত্তরবঙ্গে। তা শুরু হয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলা ঘুরে শেষ হয় দক্ষিণ ২৪ পরগনায়। নদিয়ার পর অভিষেক বীরভূমে সভা করবেন। তারপর তিনি সভা করবেন আলিপুরদুয়ারে।