তৃণমূলে ছাঁটাই! বড় সিদ্ধান্ত অভিষেকের

সাধারণ মানুষের ভোটে বেছে নেওয়া প্রার্থীকে দলের কেউ না মানলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি আগেই দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার পুরুলিয়া থেকে অভিষেকের ঘোষণা, প্রার্থীকে কেউ না মানলেই বহিষ্কার করা হবে।

New Update
abhishek adhir

নিজস্ব সংবাদদাতা: নবজোয়ার কর্মসূচিতে বর্তমানে পুরুলিয়ায় সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সভা থেকে একাধিক ইস্যুতে মুখ খুললেন। পঞ্চায়েতের প্রার্থী বাছাই নিয়ে কড়া বার্তা দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই প্রার্থী বাছাইয়ের দায়িত্ব আমজনতার হাতে ছেড়ে দিয়েছেন। এতে অশান্তিও হয়েছে। এদিন অভিষেক স্পষ্ট করে বলে দিলেন, ব্যালট অনুযায়ী যিনি প্রার্থী হবেন, তাঁকে যদি দলের সদস্যরা মেনে না নেন সেক্ষেত্রে বহিষ্কারের পথ বেছে নেওয়া হবে।

তবে এখানেই শেষ নয়, পঞ্চায়েত ভোটে জনতার পছন্দে যিনি জিতবেন, তিনি যদি কাজ না করেন, তাহলে তাঁকে সরিয়ে দেওয়া হবে। বুঝিয়ে দিলেন দলের সবটাই মানুষের জন্য। নিজের স্বার্থের কথা ভাবলে অথবা মানুষের কাজ না করলে কড়া পদক্ষেপ নিতে হবেই। প্রার্থী না হতে পেরে যাঁরা নির্দল হয়ে লড়বেন, তাঁদের আর কখনই দলে নেওয়া হবে না বলে সাবধান করে দিলেন।