এবার একেবারে ছাঁটাই! পঞ্চায়েত ভোটের আগে বড় ঘোষণা করলেন অভিষেক

এবার ভোটের প্রচারে গিয়ে দল থেকে সরাসরি বহিষ্কার করার নীতি নিয়ে ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যিনি মানুষের জন্য কাজ করবেন না তাঁকে বাদ দেওয়া হবে বলে জানান অভিষেক।

author-image
Anusmita Bhattacharya
New Update
abhishekfalakata

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে আগাম পরিকল্পনার কথা প্রকাশ্যে আনলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার ভোটের প্রচার সারতে আলিপুরদুয়ারের ফালাকাটায় জনসভা থেকে তিনি সাফ বললেন, 'পঞ্চায়েত ভোটে জিতে যদি কোনও প্রধান ভাবেন মানুষের সঙ্গে যা খুশি তাই করবেন, তাহলে জেনে রাখুন আমি নিজে তিনমাস পরপর ৬৪ টি গ্রাম পঞ্চায়েতের পর্যালোচনা করব। কেউ মানুষের সঙ্গে প্রতারণা করলে তাঁকে বাদ পড়তেই হবে। আর ভাল কাজ করলে মেয়াদ বাড়ানো হবে। আর নির্দল হয়ে যাঁরা লড়ছেন এখনও, তাঁদের কিন্তু তৃণমূলে কোনও জায়গা নেই'। সতর্ক করে বললেন যে ভোটে জিতে কোনও প্রধান যদি মানুষের কাজ না করেন, তাহলে তাঁকে বাদ দেওয়ার সমস্ত দায় দায়িত্ব নেবেন অভিষেক।