/anm-bengali/media/media_files/eXc1cPlfCoQYbS5EFXO6.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ প্রজাতন্ত্র দিবসের দিন এবার নতুন করে সংবিধান রক্ষা প্রসঙ্গে মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘সংবিধান শুধু আইনজীবীর নথি নয় এটা জীবনের গাড়ি। আজ যখন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করছি, আসুন আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের সংবিধানের মূল্যবোধ রক্ষা করার শপথ নিই। যাই হোক না কেন, আমাদের কণ্ঠ সর্বদা সাম্য, স্বাধীনতা এবং ন্যায়বিচারের আদর্শের প্রতিধ্বনি করবে।‘ উল্লেখ্য, কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তৃণমূল বারবার সংবিধানকে না মানার অভিযোগ এনেছে।
“The Constitution is not a mere lawyer's document; it is a vehicle of Life.”
— Abhishek Banerjee (@abhishekaitc) January 26, 2024
As we celebrate Republic Day today, let’s vow to safeguard the values of our Constitution until our last breath.
Come what may, our voice will always echo the ideals of Equality, Liberty & Justice!
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us