'লোকদেখানি চলবে না, NIA-র ডিরেক্টর বদল করুন', এবার কমিশনকে কড়া বার্তা অভিষেকের

এনআইএ ইস্যুতে এবার কমিশনকে চরম বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

author-image
Aniruddha Chakraborty
New Update
ABHISHEK MASJID.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃহুগলির নির্বাচনী কমিটির বৈঠক শেষে ফের একবার এনআইএ-বিজেপি আঁতাতের অভিযোগে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের বক্তব্য, শুধু এনআইএ-র এসপির বিরুদ্ধে পদক্ষেপ করলেই চলবে না, এজেন্সির ডিরেক্টরকেও বদল করতে হবে।

kmn

অভিষেক বলেন, "এসপির মাথার উপর একজন ডিরেক্টর রয়েছেন। তাঁর অনুমতি ছাড়া আদর্শ আচরণবিধি চলাকালীন একজন রাজনৈতিক নেতার সঙ্গে নিজের বাড়িতে বৈঠক করা যায় না। তাই শুধু এনআইএ-র এসপিকে ডেকে পাঠালে হবে না। লোকদেখানি শোকজ জারি বা ডেকে একবার ধমকানো-চমকানো করা চলবে না। রাজ্য পুলিশের ডিজি তো ৪৮ ঘণ্টায় দু’বার বদল হয়েছে। তাহলে এনআইএ-র ডিরেক্টর কেন বদল হবেন না?"

Add 1