New Update
/anm-bengali/media/media_files/L3ijnUXWHX3BLcCSzcqQ.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃহুগলির নির্বাচনী কমিটির বৈঠক শেষে ফের একবার এনআইএ-বিজেপি আঁতাতের অভিযোগে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের বক্তব্য, শুধু এনআইএ-র এসপির বিরুদ্ধে পদক্ষেপ করলেই চলবে না, এজেন্সির ডিরেক্টরকেও বদল করতে হবে।
/anm-bengali/media/media_files/5fVFgCDXSgiTY7XPTQDw.jpg)
অভিষেক বলেন, "এসপির মাথার উপর একজন ডিরেক্টর রয়েছেন। তাঁর অনুমতি ছাড়া আদর্শ আচরণবিধি চলাকালীন একজন রাজনৈতিক নেতার সঙ্গে নিজের বাড়িতে বৈঠক করা যায় না। তাই শুধু এনআইএ-র এসপিকে ডেকে পাঠালে হবে না। লোকদেখানি শোকজ জারি বা ডেকে একবার ধমকানো-চমকানো করা চলবে না। রাজ্য পুলিশের ডিজি তো ৪৮ ঘণ্টায় দু’বার বদল হয়েছে। তাহলে এনআইএ-র ডিরেক্টর কেন বদল হবেন না?"
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us