নীল-সাদার ঘেরাটোপে কবিগুরু! মাথা ঝোঁকালেন অভিষেক

নীল-সাদা কাপড় দিয়ে মঞ্চের ওপর কবিগুরুর জন্য তৈরি করা হয় আলাদা এক স্থান। মঞ্চে উঠেই রবি ঠাকুরের চরণতলে মাথা নত করে প্রণাম জানালেন অভিষেক।

author-image
Pallabi Sanyal
New Update
nabanna abhishek

বোলপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা : ঘূর্ণিঝড়ের উল্টো প্রভাব পড়েছে রাজ্যে। নেই বৃষ্টি। বাড়ছে অস্বস্তি। কাঠফাটা রোদ। আর তার মধ্যেই বোলপুরে জনসংযোগ কর্মসূচি সারলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চার মাথার মোড়ে গড়ে তোলা হয় বিশাল সভা মঞ্চ। মঞ্চে ছিলেন কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরেরও। নীল-সাদা কাপড় দিয়ে মঞ্চের ওপর কবিগুরুর জন্য তৈরি করা হয় আলাদা এক স্থান। মঞ্চে উঠেই রবি ঠাকুরের চরণতলে মাথা নত করে প্রণাম জানালেন অভিষেক। তাকে স্বাগত জানানো হয় ধামসা মাদলের বাজনায়। তৃণমূল সাংসদকে কাছে পেয়ে উচ্ছ্বসিত দলের কর্মী-সমর্থকরা। তার সংস্পর্শে আসতে রাস্তার ধারে উপচে পড়ে ভিড়।