রাজ্য সরকারের আগেই অভিষেকের বড় পদক্ষেপ, এবার দেবেন ১০০০ টাকা

রাজ্য সরকারের আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতা দেওয়ার কথা ঘোষণা করে দিলেন।

author-image
SWETA MITRA
New Update
abhishek bardhokko.jpg

নিজস্ব সংবাদদাতাঃ  ডায়মন্ড হারবারের পৈলানে বড় মন্তব্য করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি কার্যত লোকসভা ভোটের ডঙ্কা বাজিয়ে দিলেন। আজ অভিষেক বলেন, ‘১৬৪টি অঞ্চলে একসঙ্গে তৃণমূলের সভা হচ্ছে। প্রবীণদের হাতে ১০০০ টাকার চেক তুলে দিলাম। ৭৬ হাজার ১৮০ জনকে মাসে মাসে ১০০০ টাকা করে দেওয়া ব্যবস্থা করলাম। ৮, ৯, ১০ জানুয়ারির মধ্যে সকলের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। আশা করি রাজ্য সরকারও এই বার্ধক্যভাতার ব্যবস্থা করবে। মানুষের পাশে দাঁড়ানোই হল জনপ্রতিনিধি হিসেবে প্রথম কাজ। কথা দিয়েছিলেন বার্ধক্য ভাতা দেবো। ধর্মের ভেদাভেদ নয়, উন্নয়নই হল সর্বপ্রথম অগ্রাধিকার। অন্যরা শুধু ভাষণ দেয়, আমরা কথা দিয়ে কথা রাখি।‘