'মানুষকে বাঁচাতে হবে'! বড় সিদ্ধান্ত নিলেন অভিষেক

কালবৈশাখী মাথায় নিয়ে পুরুলিয়ায় জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সঙ্গে রয়েছে উপচে পড়া ভীড়। মানুষের কথা ভেবে নিরাপত্তার ব্যবস্থা করলেন তিনি নিজেই।

author-image
Anusmita Bhattacharya
25 May 2023 | আপডেট করা হয়েছে 26 May 2023
'মানুষকে বাঁচাতে হবে'! বড় সিদ্ধান্ত নিলেন অভিষেক

নিজস্ব সংবাদদাতা: বরাবরই নিজের মানবিক দিক তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পুরুলিয়ার সভা থেকে ফের মানবিকতার প্রমাণ দিলেন অভিষেক। নির্দিষ্ট সময়ে পুরুলিয়ার জনসভায় পৌঁছন তিনি। কিন্তু আকাশজুড়ে মেঘ। সঙ্গে তুমুল ঝড়। মঞ্চে উঠেই কালবৈশাখীকে ‘প্রকৃতির আর্শীবাদ’ বলে দাবি করলেন অভিষেক। এরপরই আমজনতাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।

ঝড়ের হাত থেকে যাতে সকলকে নিরাপদে নিয়ে আসা যায় তাই বক্তব্য থামিয়ে দেন তিনি। প্রথমে প্যাণ্ডেলের বাইরে থাকা জনতাকে প্যান্ডেলের ভিতরে নিয়ে আসার ব্যবস্থা করেন। ডি জোনে বসানো হয় বেশ কিছু জনতাকে। অভিষেকের কথায়, “আমার নিরাপত্তা পরে, আগে মানুষকে বাঁচাতে হবে।” প্রত্যেককে ঝড়-বৃষ্টির হাত থেকে বাঁচাতে প্যান্ডেলে বসার ব্যবস্থা করে দেওয়ার পর ফের শুরু করেন সভা।