New Update
/anm-bengali/media/media_files/IRR4qfu4pZR1Eup5e62m.jpg)
নিজস্ব সংবাদদাতা: শুভেন্দু অধিকারীকে (Suvedu Adhikari) ‘তৃণমূলের লক্ষ্মী’ বলে বসলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার উত্তর দিনাজপুরের করণদিঘি হাইস্কুল ময়দানে তৃণমূলের নব জোয়ার (Nabajowar Campaign) কর্মসূচির এক সভায় এমন বিস্ফোরক মন্তব্য করেন তিনি। শুভেন্দুর নাম নেননি যদিও তিনি। বলেন, ‘ও তৃণমূলের (TMC) লক্ষ্মী। ও যত বিজেপিতে (BJP) থাকবে বিজেপি তত মায়ের ভোগে যাবে। এমনিতেই শনির দশা চলছিল। ও ঢোকাতে রাহু ও কেতু এই ২টো দশাও সম্মিলিত হয়েছে।’
/anm-bengali/media/media_files/x8nOOacR3MH4WGkqWCux.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us