'মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত'! চরম বিস্ফোরণ ঘটালেন অভিষেক

তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

author-image
Anusmita Bhattacharya
New Update
abhishek ed.jpg

নিজস্ব সংবাদদাতা: শুভেন্দু অধিকারীর গড়ে প্রচারে গিয়ে বোমা ফাটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বেনজিরভাবে আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।"মমতা বন্দ্যোপাধ্যায় তোমার দাম কত?" গত বুধবার এমনই প্রশ্ন করে রাজ্য রাজনীতিকে নাড়া দিয়েছিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার জবাব দেন অভিষেক। 

x

রোড শো শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "মোদীকে গিয়ে জিজ্ঞেস করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত। তুমি যার টিকি ধরে রাজনীতি কর, সে মাথা নীচু করে প্রণাম করে মমতা বন্দ্যোপাধ্যায়কে"। 

 abhishek 1111111.jpeg

 tamacha4.jpeg