পদ্মফুলকে সর্ষে ফুল দেখাতে হবে! এক ইঞ্চিও জমি ছাড়তে বারণ করলেন অভিষেক

পঞ্চায়েত ভোটের ময়দানে সরাসরি নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে ভোটের প্রচারে কোনও কসুর রাখতে চাইছেন না তিনি। পশ্চিম বর্ধমানে রোড শোয়ে আবার বিজেপির বিরুদ্ধে আক্রমণ করলেন তিনি।

author-image
Anusmita Bhattacharya
New Update
abhishekr

নিজস্ব প্রতিনিধি, সালানপুর: ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জান-প্রাণ দিয়ে ভোটের প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলি। প্রতিদিন তারা একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ধরণের অভিযোগ এবং কটাক্ষ করছে। এবার ভোটের প্রচারে নামলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য জনসমর্থন আদায় করা।

শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার বারাবনি বিধানসভার সালানপুর ব্লকে জনসংযোগ কর্মসূচি উপলক্ষ্যে বিশাল রোড শোয়ে অংশগ্রহণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়। অভিষেকের রোড শো কর্মসূচিতে সঙ্গী হিসাবে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, রানিগঞ্জের বিধায়ক তাপস ব‍্যনার্জি, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, বারাবনির বিধায়ক বিধান উপাধ‍্যায়, জেলা তৃণমূল কংগ্রেসর চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জিসহ আরো অনেকে। 

হেলিকপ্টারে চেপে হিন্দুস্থান কেবলস্ মাঠের অস্থায়ী হেলিপ‍্যাডে অবতরণ করেন অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়। এরপর ডিএবি স্কুলের মাঠের সামনে ১৮ ফুট উচুঁ গাড়িতে চেপে উপস্থিত জনগণের উদ্দেশ‍্যে হাত নাড়েন অভিষেক বন্দোপাধ্যায়। পাশাপাশি রাস্তার দুই ধারে উপস্থিত থাকা জনগণের উদ্দেশ‍্যে গোলাপ ফুলের পাপড়িও ছড়িয়ে দেন তিনি। ডিএবি স্কুলের মাঠ থেকে ডাবর মোড় হয়ে এই রোড শো আমডাঙা মোড়ে গিয়ে শেষ হয়।

দীর্ঘ আড়াই কিলোমিটার পথে এদিন সকাল থেকে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। আমডাঙা মোড়ে এদিন উপস্থিত জনগণের উদ্দেশ‍্যে বক্তব‍্য রাখতে গিয়ে অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায় উচ্ছ্বসিত হয়ে বলেন যে আজ তিনি বারাবনিতে এসে একটি ছোট্টো ট্রেলার দেখালেন। পঞ্চায়েত নির্বাচন শেষ হলে দিল্লিতে ১০ লাখ মানুষের সমাবেশ ঘটাতে চান অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়। তিনি আরো বলেন যে দিল্লির কাছে তিনি মাথা নত করেননি, করবেনও না। অভিযোগ করেন যে তৃণমূল যেখানে লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০-১০০০ করে টাকা দিচ্ছে সেখানে সেই টাকা বিজেপি সরকার আধার লিঙ্ক করার নামে জনগণের কাছ থেকে নিয়ে নিচ্ছে। তাই জনগণকেই ঠিক করতে হবে কার সাথে থাকবে। অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায় কটাক্ষ করে বলেন যে দু'দিন আগে প্রধানমন্ত্রী বলেছেন তিনি দুর্নীতির বিরুদ্ধে গ‍্যারেন্টার। অথচ পশ্চিম বর্ধমানের সবচেয়ে বড় চোর জিতেন্দ্র তিওয়ারি। নারদাতে যে পেপারে মুড়ে টাকা নিয়েছে সেই শুভেন্দু অধিকারি বিজেপিতে ঢুকে বসে আছে।তাই পঞ্চায়েত নির্বাচনে জনগণকে এক ইঞ্চিও জমি ছাড়তে বারণ করেন অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়। একই সাথে আবেদন রাখেন পদ্মফুলকে এই পঞ্চায়েত নির্বাচনে সর্ষে ফুল দেখানোর জন্য।