'' বাংলাদেশে অসভ্য বর্বরদের সরকার চলছে '' বললেন অভিজিৎ গাঙ্গোপাধ্যায়

সরব অভিজিৎ গাঙ্গোপাধ্যায়।  

author-image
Adrita
New Update
ওঃ

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ ময়নাতে সদস্যতা অভিযানে আসেন অভিজিৎ গাঙ্গোপাধ্যায়। এদিন তিনি বিজেপির সদস্যাতা বিষয়ে মানুষের সাথে কথা বলেন এবং নিজেই তাদের সদস্য করে দেন।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি বলেন - " বাংলাদেশে একটি অসভ্য বর্বরদের সরকার চলছে। যারা সংখ্যালঘুদের প্রাণ ও সম্পত্তি রক্ষা করতে ব্যর্থ। এর বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছি।এটা নিয়ে আমরা ক্ষুব্ধ। "