নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: যত দিন যাচ্ছে আন্দোলনের ঝাঁঝ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কলকাতা শহর থেকে জেলাজুড়ে আন্দোলন অব্যাহত জুনিয়র ডাক্তার সহ বিভিন্ন সংগঠনগুলির।
আর জি কর কাণ্ডে এখনও কর্মবিরতি পালন করে আসছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। আউটডোর এমনকি এমার্জেন্সি পরিষেবা থেকেও তারা সরে এসেছিলেন। এবার রোগী পরিষেবার কথা চিন্তা করে সোমবার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে আন্দোলনস্থলেই শুরু করলেন আউটডোর পরিষেবা। যার পোশাকি নাম দিয়েছে 'অভয়া ক্লিনিক'। মূলত জুনিয়র ডাক্তাররাই এই চিকিৎসা শুরু করেছেন। আমন্ত্রণ করা হয়েছে সিনিয়র চিকিৎসকদেরও।
জুনিয়র ডাক্তাররা বলেন, "আপাতত দু'দিনের জন্য অভয়া ক্লিনিক নাম দিয়ে এই আউটডোর পরিষেবা চালু করা হয়েছে। এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। আগামী দিনে কিভাবে এই পরিষেবা চালানো যাবে তা আলোচনা করা হবে। সিনিয়র চিকিৎসকদের আমরা আমন্ত্রণ করেছি এই স্থানেই রোগী দেখার জন্য।" তবে লাগাতার মিছিল, বিক্ষোভে উত্তাল কলকাতা। আরজিকরে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে মঙ্গলবার বিকেলে মেদিনীপুর শহরে মহামিছিলের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তাতে সমস্ত নাগরিকসহ বিশিষ্টজনদের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আর জি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে জেলাশাসক দপ্তর অভিযান বিজেপির। সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ বিজেপির নেতাকর্মীরা মিছিল করে এসে জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, দোষীদের আড়াল না করে শাস্তি দিতে হবে।