অপহৃত জয়ী বিজেপি এবং সিপিএম প্রার্থী! সামনে এল চাঞ্চল্যকর তথ্য

পঞ্চসায়রের ঘটনায় পুলিশকে চিঠি অপহৃতদের।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
ঞ্জব

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ বোর্ড গঠনের জন্য অপহরণ করা হয়েছে বিরোধী দলের জয়ী প্রার্থীদের। শুক্রবার সকালে এমনই অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। সকালে এই ঘটনার পর শুক্রবার রাতে আসে চাঞ্চল্যকর তথ্য। পঞ্চসায়র থানার অফিসার ইন চার্জকে ‘চিঠি’ দিয়ে জয়ী তিন বিজেপি প্রার্থী ও বাম সমর্থিত নির্দল প্রার্থী জানান, 'কেউ আমাদের অপহরণ করেনি। আমরা স্বেচ্ছায় গাড়িতে উঠেছি। আমাদের নিয়ে যেন গুজব না ছড়ানো হয়।' এই চিঠি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে নানা মহলে। এদিকে পঞ্চসায়র থানা এলাকার পিয়ারলেস হাসপাতালের কাছে একটি গেস্ট হাউসের সামনে দেখা যায় চাঞ্চল্যকর ঘটনা। আগ্নেয়াস্ত্র দেখিয়ে পঞ্চায়েত ভোটে জয়ী চার প্রার্থীকে অপহরণের অভিযোগ ওঠে। সিসিটিভি ফুটেজে দেখা যায় গোটা ঘটনা। অভিযোগের তির ছিল তৃণমূলের দিকে। 

যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখছেন ইস্ট ডিভিশনের ডেপুটি কমিশনার। ওই চিঠি অপহৃত ব্যক্তিরাই লিখেছেন কিনা তাও খতিয়ে দেখা হবে বলে খবর। তবে সিসি ক্যামেরার ফুটেজে আগ্নেয়াস্ত্রের কোনও চিহ্ন মেলেনি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, যাদের অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ উঠছিল, তাঁদের আবার দক্ষিণ ২৪ পরগনায় দেখা গিয়েছে।