Aadhar Card: আধারের গেরোয় চোখে আঁধার দেখছেন গ্রামবাসীরা

হঠাৎ করে আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় মাথায় হাত গ্রামবাসীদের। মতুয়া অধ্যুষিত পুরাতন হেলেঞ্চা গ্রামের ৩৩ জন গ্রামবাসী আধার কার্ড ডিঅ্যাক্টিভেশনের চিঠি পেয়েছেন। আতঙ্কে ভুগছেন তারা।

New Update
sdfghjkl

নিজস্ব সংবাদদাতা: আধার কার্ড নিষ্ক্রিয় কান্ডে জেলায় জেলায় মানুষেরা বিভ্রান্তিতে পড়েছেন। আধার লিঙ্ক নিষ্ক্রিয় হওয়ার চিঠি পেয়ে চিন্তায় পড়েছেন বাসিন্দারা। যদিও আধার কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও আধার নম্বর (Aadhaar Number) বাতিল করা হয়নি।

কাকদ্বীপ, বাগদা থেকে পূর্বস্থলীর স্থানীয় বাসিন্দারা আধার কার্ড নিয়ে বড়ো বিপাকে পড়েছেন।

 উত্তর ২৪ পরগনার বাগদার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের মতুয়া অধ্যুষিত পুরাতন হেলেঞ্চা গ্রামের ৩৩ জন গ্রামবাসী আধার কার্ড ডিঅ্যাক্টিভেশনের চিঠি পেয়েছেন।

বাগদার বাসিন্দা শিপ্রা দাস বলেন, 'আমার আধার কার্ড  হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এবার রেশন তুলতে পারছি না। ব্যাঙ্কের টাকা তুলতে গেছি, তুলতে পারছি না। খুব আতঙ্কে আছি'।

 আধার কার্ডের এই সমস্যা নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

add 4.jpeg

cityaddnew

স

স