/anm-bengali/media/media_files/2025/08/08/whatsapp-image-2025-08-08-at-182640-2025-08-08-19-41-48.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ডিজিটাল বার্থ সার্টিফিকেট ছাড়া আধার কার্ড হচ্ছে না। চরম সমস্যায় পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা ৫/১ গ্রাম পঞ্চায়েতের দলবতিপুর এলাকার প্রায় ৫০ টি পরিবার। তাদের অভিযোগ আজ থেকে ৭-৮ বছর আগে যে সমস্ত বাচ্চারা ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে জন্মগ্রহণ করেছিল তাদের ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছিল। বর্তমানে সেই কাগজ নিয়ে যারা আধার সেন্টারে বাচ্চাদের আধার কার্ড করতে যাচ্ছে তাদের বার বার রিজেক্ট হচ্ছে। কিন্তু যারা ডিজিটাল বার্থ সার্টিফিকেট নিয়ে যাচ্ছে তাদের বাচ্চাদের একবারেই আধার কার্ড হয়ে যাচ্ছে।
এই বিষয়ে আধার কার্ডের সেন্টারের কর্মীরা জানাচ্ছেন, "ডিজিটাল বার্থ সার্টিফিকেট হলে কোনো সমস্যা নেই।ম্যানুয়াল হলেই সমস্যা। রাজ্য সরকারের একই পোর্টালে ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট দিলেই বার বার রিজেক্ট হচ্ছে। অথচ ডিজিটাল দিলেই একবারেই হয়ে যাচ্ছে। তাই আমরা ম্যানুয়াল নিচ্ছি না। বিভিন্ন জায়গা থেকে ম্যানুয়ালের পরিবর্তে ডিজিটাল বার্থ সার্টিফিকেট দিচ্ছে। কিন্তু ডেবরা গ্রামীন হাসপাতালে সেই সার্টিফিকেট দিচ্ছে না।যার জন্য অনেকেই সমস্যায় পড়ছে। যদিও এই বিষয়ে আমাদের কাছে কোনো সঠিক অর্ডার নেই"।
/anm-bengali/media/post_attachments/fc3c6282-d75.png)
এই বিষয়ে ডেবরা গ্রামীন হাসপাতালের বিএমওএইচকে জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
যদিও এই বিষয়ে ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ী বলেন, "এই বিষয়টি আমি আপনাদের কাছে শুনলাম। বিষয়টি খতিয়ে দেখছি কী করা যায়"।
আর এহেন পরিস্থিতিতে বাচ্চাদের আধার কার্ড বানানো নিয়ে চরম বিপাকে পড়েছে পরিবারগুলি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us