বছর পেরোলে লোকসভা ভোট, 'কর্মী সম্মেলন' শুরু দিলীপের

বিজেপি কর্মীদের নিয়ে বুথ সম্মেলন শুরু করে দিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ।

author-image
Adrita
New Update
f

নিজস্ব সংবাদদাতাঃ বছরের শেষ দিন এসে উপস্থিত হয়েছে। বছর পেরোলেই লোকসভা নির্বাচন। তাই আগামী বছরের জন্য দলের কর্মী সমর্থকদের তৈরি করে নিতে চাইছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এই ডিসেম্বর মাস থেকেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। দাঁতন বিধানসভা জানাবাড় গ্রামে অনুষ্ঠিত হয়েছে বিজেপির বুথ সভাপতিদের নিয়ে 'কর্মী সম্মেলন। 

hiren

দিলীপ ঘোষ বলেন, সমস্ত বিধানসভায় বুথ সভাপতি ও শক্তি, প্রমুখদের নিয়ে কর্মী সম্মেলন চলছে। গ্রাসরুট স্তরে বিজেপির প্রস্তুতি সম্পন্ন করার জন্য আজকে দাঁতনে আছে এবং এগরাতে সেই কার্যক্রমে এসেছিলাম। লোকসভা ভোটের আগে ট্যাবলু বেরোবে। সেই নিয়ে তিনি বলেন কেন্দ্র সরকার তার বিকাশের জন্য প্রচারে বেরোবে তার স্বাগত জানাই।
 
বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পন্ডিত তিনি বলেন, আমাদের সংগঠনের বুথ স্বশক্তিকরণের কাজ চলছে। বুথ সভাপতিদের নিয়ে কিছু দলীয় নির্দেশিকা দিচ্ছি। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জনতা পার্টির বিরুদ্ধে টেক্কা দেওয়ার মতন এখানে কোনও দল নেই।  আমরা এরপরে আন্দোলনে নামব। দিলীপ ঘোষ বলেন, 'আমাদের সকলকে একসঙ্গে থাকতে হবে এবং সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।'

hiring.jpg