শাসকদলের কাছে মেরুদণ্ড বন্ধক রাখা অপদার্থ কাপুরুষ- পশ্চিমবঙ্গ পুলিশকে এযাবৎ সবচেয়ে বড় নিশানা বঙ্গ নেতার- শুধু পড়ুন একবার

কি বলছেন বঙ্গ পুলিশকে নিয়ে?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
j

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ পুলিশকে এযাবৎ সবচেয়ে বড় নিশানা করলেন বঙ্গ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

তিনি ভিডিও প্রকাশ করে বলেছেন, "সাজ-সরঞ্জাম আর ধরাচুড়ো দেখলে মনে হতেই পারে, বিরাট কোনও সন্ত্রাসবাদী দমন অভিযান চলছে! কিন্তু আদতে তা মোটেই নয়! এটা সম্পূর্ণ ভুল ধারনা।

শাসকদলের কাছে মেরুদণ্ড বন্ধক রাখা অপদার্থ কাপুরুষ 
@WBPolice
 পশ্চিমবঙ্গ পুলিশের এখন মূল কাজ দুটি --
১। তৃণমূলের জন্য সরকারি অর্থে সোশ্যাল মিডিয়ায় ফ্যাক্ট চেকিং আর
২। বিরোধী দলের মিটিং মিছিল আর শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভে লাঠি চালিয়ে জুলুমবাজি করে তা দমন করা।

যে পুলিশ সাগরদীঘিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এই ছোট ছোট এই ভাই-বোনগুলির উপর নির্বিচারে লাঠি চালাচ্ছে, এই পুলিশই আবার মুর্শিদাবাদে পঙ্গু! যখন কট্টরপন্থী মৌলবাদী জেহাদীরা নিরীহ হিন্দুদের উপর চরম নির্যাতন চালায়, এই চপ্পলছাপ তল্পিবাহক পুলিশ ভয়ে আতঙ্কে থানার ভিতরে আশ্রয় নেয়! লজ্জা!"
সুকান্ত মজুমদারের ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।