New Update
/anm-bengali/media/media_files/MANzlQuhONEFLGHuo5cf.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে ফের একবার মহিলাকে বেঁধে রেখে হেনস্থার ঘটনা সামনে এল। সূত্র মারফত জানা গিয়েছে যে, চোর সন্দেহে এক মহিলাকে ইলেকট্রিক পোস্টে বেঁধে রেখে হেনস্থা করল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের চাউল পট্টি এলাকায়। সেই ঘটনার ভিডিও ' এক্স ' মাধ্যমে ভাইরাল হয়েছে। দেখুন সেই নির্মম ভিডিও।
/anm-bengali/media/post_attachments/0b0d40a3-b44.png)
চোর সন্দেহে এক মহিলা কে পোস্টে বেঁধে রেখে হেনস্থা pic.twitter.com/u5awiq8rq5
— Bangla Jago Tv (@BanglaJagotv) July 23, 2024
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, এলাকায় এক মহিলা ও তার সঙ্গে থাকা এক নাবালক গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা করছিল। গ্রামবাসীদের দাবি চাঁদুর এলাকার ভাণ্ডারী পাড়ায় ফাঁকা বাড়িতে ঢুকে টাকা পয়সা চুরি করে চম্পট দেয় ওই মহিলা। সেই থেকেই ঘটনার সূত্রপাত।
এই ঘটনায় তারকেশ্বর থানার পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যায়। তারা এই ঘটনার পুংঙ্খানুপুঙ্খ তদন্ত করছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/post_attachments/555fe4ac-aca.png)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)