পুষ্প বৃষ্টিতে উষ্ণ অভ্যর্থনা কেন্দ্রীয় বাহিনীকে!

পঞ্চায়েত নির্বাচনের আগে অশান্তির প্রেক্ষাপটে উত্তরবঙ্গে দেখা গেল বিরল দৃশ্য। শাঁখ বাজিয়ে, পুষ্প বৃষ্টি করে স্বাগত জানালো হল কেন্দ্রীয় বাহিনীকে।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
123

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে প্রথম থেকেই পুলিশ দিয়ে ভোট করানোতে মত ছিল রাজ্য ও নির্বাচন কমিশনের। কেন্দ্রীয় বাহিনী চাইনি কেউই। এরপর মনোনয়ন পর্ব থেকে যে পরিমাণ অশান্তি প্রত্যক্ষ করেছে রাজ্য তাতে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয় বিরোধীরা। অবশেষে আদালতের নির্দেশে রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। স্পর্শকাতর বুথগুলিতে প্রথমে বাহিনী থাকবে বলে স্থির করা হলেও প্রতি বুথেই থাকবে বাহিনী। জেলায় জেলায় চলছে রুট মার্চ। নির্বিঘ্নে ভোট করাতে তৎপরতা তুঙ্গে। এলকাবাসীদের সঙ্গে কথাও বলছেন বাহিনীর জওয়ানরা। রবিবার মালদায় দেখা গেল বেনজির দৃশ্য। শঙ্খে ফুঁ দিয়ে, পুষ্প বৃষ্টির মাধ্যমে স্বাগত জানালো হল কেন্দ্রীয় বাহিনীকে।  সাহাপুর বাজার এলাকায় এমনই দৃশ্য ধরা পড়েছে। অন্যদিকে, হাওড়ায়  উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের হাটগাছা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে রুট মার্চ করেন বিএসএফ জওয়ানরা। স্পর্শকাতর এলাকাগুলিতে রয়েছে বিশেষ নজর।