New Update
/anm-bengali/media/media_files/2025/03/23/6k0Blnu9eAv4wM6wDVrg.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: দিন-রাত আতঙ্কে কাটাচ্ছেন হাওড়ার বেলগাছিয়া এলাকার বাসিন্দারা। জলের পাইপ লাইন মেরামতি করতে গিয়ে বুধবার রাতে এই এলাকায় ধস নামে। ৩ দিন পরেও পরিস্থিতি যে-কে-সেই। অন্যদিকে, আজও নির্জলা উত্তর হাওড়া বিধানসভার ১৪টি ওয়ার্ড। এ ছাড়াও বালি পুরসভার ৩টি ওয়ার্ডেও জলসঙ্কট চরমে। বেলগাছিয়া মোড়ে ভূর্গভস্থ পাইপ লাইন বসিয়ে পদ্মপুকুর জল প্রকল্পের সঙ্গে লাইন জোড়ার কাজ আজ ভোরে শেষ হয়েছে। তবে আনুষঙ্গিক কিছু কাজ বাকি থাকায় আজ সকালেও উত্তর হাওড়ায় জল সরবরাহ করা সম্ভব হয়নি। অন্য পুরসভা থেকে জলের ট্যাঙ্কার এনে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করেছে হাওড়া পুরসভা।
/anm-bengali/media/media_files/2025/03/23/9iEmx8JGMXRX3c6yqUyD.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us