ভয়ঙ্কর দুর্ঘটনা, দুমড়ে মুচড়ে গেল গাড়ি-চারিদিকে রক্ত! চোখের পলকে নিহত ২

হুগলির গুড়াপের কাছে বশিপুর এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
accident-1200x560_20201126095622.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃতারাপীঠ থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে গাড়ি। জানা গিয়েছে, গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের, আহত হয়েছে তিন জন। জানা গিয়েছে, তাঁরা বেহালার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, নিহতদের নাম ইরা মান্না(৬৫), সুমিত কুমার জানা(৫১)। আহতদের নাম রমানিয়া জানা (৪২), সৌরজিৎ জানা (১৯), সৌরদীপ জানা (১২)। জানা গিয়ছে, আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া চার চাকার গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করেছে পুলিশ।

Adddd