নিজস্ব সংবাদদাতা: বিধানসভায় বিল পেশ হবার পরে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, "এই বিলকে আইনে পরিণত করার দায়িত্ব সরকারের। আমরা চাই অবিলম্বে এই আইন কার্যকর যাতে হয়।
/anm-bengali/media/media_files/lDrDpJKe12wmGnFZcK1B.jpg)
আমরা এর জন্য অপেক্ষায় থাকবো। আমরা এর কোনও বিরোধিতা করবো না।
/anm-bengali/media/media_files/6H4CZgXXm3phPuYy2IsV.webp)
মুখ্যমন্ত্রী যা বলবেন আমরা বিনা প্রতিবাদে সব শুনবো। মুখ্যমন্ত্রী আপনাকে এর গ্যারান্টি দিতে হবে।"