New Update
/anm-bengali/media/media_files/fAY9238kal3osAEoPj3F.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের মিটিং হলে জেলার সমস্ত দপ্তরকে নিয়ে মাসিক সমন্বয় বৈঠক আয়োজিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক, পশ্চিম মেদিনীপুর, অতিরিক্ত জেলাশাসকগণ, এবং জেলার সবকটি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকগণ। বৈঠকে সমস্ত দপ্তরের কাজের গতি নিয়ে পর্যালোচনা করা হয়। জেলা শাসক জানান রাস্তাঘাট, নির্মাণকাজ ও অন্যান্য কাজগুলি দ্রুততায় সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। কাজের গুণগত মানের সঙ্গে কোনরকম আপোষ করা যাবে না। যে কোনও রকম প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন দপ্তরগুলোকে প্রস্তুত এবং তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উন্নয়ন প্রকল্পগুলি রূপায়ণের ক্ষেত্রে কোনও রকম ঢিলেমি যাতে না হয় সে ব্যাপারেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us