New Update
/anm-bengali/media/media_files/2025/06/25/cover-21-2025-06-25-16-34-52.jpg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ভুয়ো সিআইডি পরিচয় দিয়ে টাকা হাতানোর ছক। গ্রামবাসীদের হাতে পাকড়াও যুবক। ঘটনায় চাঞ্চল্য দাঁতনের সড়রং এলাকায়। বেশ কয়েকদিন ধরে যে কোনও ঘটনায় মৃত ব্যক্তিদের বাড়িতে গিয়ে ভুয়ো সিআইডি আইকার্ড দেখিয়ে যে কোনো সমস্যার সমাধান করে দেওয়ার কথা জানিয়ে ৪০ হাজার টাকা দাবি করছিল অভিযুক্ত যুবক। এভাবেই একজন এত বেশি টাকা না দিতে পারায় কমপক্ষে ১০ হাজার টাকা দিলেও চলবে বলে ভুয়ো সিআইডি পরিচয় দিয়ে ওই যুবক দাবি করে। তখন সন্দেহ হওয়ায় এলাকার মানুষজন ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করতে থাকে তাকে। শেষে সদুত্তর না পাওয়ায় পুলিশের হাতে তুলে দেওয়া হল অভিজিৎ মহাপাত্র নামক ওই যুবককে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই প্রতারণার ছকের সঙ্গে আরও কে বা কারা জড়িত রয়েছে সেই খোঁজও চালাচ্ছে দাঁতন থানার পুলিশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/23/whatsapp-image-2025-06-23-2025-06-23-14-20-40.jpeg)
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2016/01/Untitled-2-692533.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us