অজয়ের বুকে নবযুগের সেতু!

ভোগান্তি ঘুচবে দুই বঙ্গের।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-26 4.56.30 PM

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগসূত্র নিবিড় করতে গড়ে উঠেছে অজয় নদের ওপর স্থায়ী সেতু। ১৬৩ কোটি টাকা ব্যয়ে সেতু গড়ে উঠেছে কাঁকসার শিবপুর থেকে জয়দেবের মাঝে অজয় নদের ওপর। চলতি মাসের ২৯ তারিখ সেই সেতুর উদ্বোধন হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। বীরভূম থেকে অজয়ের নতুন সেতু হয়ে যেসব ট্রাক, বাস বা গাড়ি ১৯ নম্বর জাতীয় সড়কে উঠবে, তাদের ভোগান্তির মুখে পড়তে হবে। কারণ, মুচিপাড়ায় ১৯ নম্বর জাতীয় সড়কের উড়ালপুল একেবারেই উচ্চতায় কম। তবে অজয়ের সেতু উদ্বোধনের আগে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা প্রশাসনের। ভার্চুয়ালি উদ্বোধনের জন্য তৈরি করা হবে মঞ্চ। শনিবার সেতু পরিদর্শনে যান পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পন্নামবলাম এস। উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, গোলসির বিধায়ক নেপাল ঘড়ুই, কাঁকসার বিডিও পর্ণা দে, কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য সহ বিদবিহার গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং সদস্যরা। জেলাশাসক সেতুর কাজ খতিয়ে দেখেন।

কিভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ হবে, সে বিষয়েও ট্রাফিক পুলিশের আধিকারিকদের সাথে আলোচনা করেন। জেলাশাসক বলেন, "স্থায়ী সেতু এবং সেতুর সংযোগকারী রাস্তা নির্মিত হয়েছে পূর্ত দপ্তর থেকে। সেতু এবং সংযোগকারী রাস্তার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের দিন ভার্চুয়ালি মঞ্চ করা হবে। জনপ্রতিনিধিরা, স্থানীয় বাসিন্দারা এবং প্রশাসনিক আধিকারিকরা সেখানে থাকবেন। ট্রাফিক ব্যবস্থা যাতে সঠিক থাকে, সেই বিষয়েও ট্রাফিক আধিকারিকদের সাথে কথা বললাম।" মুচিপাড়ার জাতীয় সড়কের নিচু উড়ালপুল প্রসঙ্গে জেলাশাসক বলেন, "আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (ট্রাফিক)-এর সাথে আমার কথা হয়েছে। পূর্ত সড়ক দপ্তরের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও ট্রাফিক বিভাগকে সঙ্গে নিয়ে আলোচনা করব। সমস্যা যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা চলছে।" এলাকাবাসী মোঃ নুরুল ইসলাম বলেন, "এই সেতু হওয়ায় আমরা খুব খুশি। যাতায়াতের সুবিধা হবে, ব্যবসা-বাণিজ্যের সুবিধা হবে, এলাকার উন্নয়ন হবে।"