নিজস্ব সংবাদদাতা, খড়গপুরঃ খড়্গপুরে ফের পিঁয়াজ ভর্তি লরির ধাক্কায় মৃত্যু মোটরসাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে আজ ভোরে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের লোকাল থানার গেটের সামনে ওটি রোডের উপরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, মৃতের নাম সুরজিৎ শীল। খড়্গপুরের তালবাগিচা এলাকায় তার বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সুরজিৎ মোটরসাইকেল নিয়ে ডিউটি সেরে বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি পেঁয়াজ ভর্তি লরি ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, খড়গপুর টাউন থানার পুলিশ পৌঁছে স্থানীয় লোকেদের সহযোগিতায় মৃতদেহটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য তার দেহ খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর।