নগ্ন করে হাঁটানো হল এক মাকে, মণিপুরের স্মৃতি এবার বাংলায়!- ছবি শেয়ার করে ক্ষোভ উগরে দিলেন অগ্নিমিত্রা পলকে- শোরগোল পড়ে গেল- কি ছবি শেয়ার করলেন তিনি?

কি ছবি শেয়ার করলেন অগ্নিমিত্রা পল?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
x

নিজস্ব সংবাদদাতা: এবার ট্যুইটারে ছবি শেয়ার করে শোরগোল ফেলে দিলেন অগ্নিমিত্রা পল, যেখানে দেখা যাচ্ছে, এক মাকে নগ্ন করে হাঁটানো হচ্ছে। অগ্নিমিত্রা পল দাবি করেছেন, বাংলার কোচবিহারে এই ঘটনা ঘটেছে। তার এই ট্যুইট মণিপুরের ঘটনাকে স্মরণ করিয়ে দিচ্ছে। মমতা ব্যানার্জিকে নিশানা করে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ট্যাগ করেছেন তিনি।

agnimitra paul dfh.jpg

তিনি বলেছেন, "আপনি কোথায় রাহুল গান্ধী? আপনি কোথায় প্রিয়াঙ্কা গান্ধী? ইন্ডিয়া জোটের অন্যান্য HONCOS কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় এক মাকে বিবস্ত্র করে নগ্ন করে প্যারেড করানো হয়েছিল। আপনি মণিপুরে আপনার দলের সাথে ছিলেন। কোচবিহারের এই মহিলার ওপর এই নির্লজ্জ অত্যাচারের বিরুদ্ধে আমার প্রতিবাদে যোগ দেওয়ার জন্য আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এসে দেখুন মমতা কিভাবে বাংলায় গণতন্ত্র ও সংবিধানকে হত্যা করেছে!!" অগ্নিমিত্রা পলের এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।