বন্ধ ঘর থেকে ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার! ধন্ধে পুলিশ

আজ মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম (Jhargram) ব্লকের আগুইবনি নেতুরা বাসস্ট্যান্ডের কাছে ক্ষতবিক্ষত অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম রজত কুমার বায়েন (৫০)।

author-image
SWETA MITRA
New Update
morgue.jpg

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ আজমঙ্গলবার সকালেঝাড়গ্রাম (Jhargram) ব্লকেরআগুইবনিনেতুরাবাসস্ট্যান্ডেরকাছেক্ষতবিক্ষতঅবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নামরজতকুমারবায়েন (৫০)। এদিন তাঁর মৃতদেহউদ্ধারকরলঝাড়গ্রামথানারপুলিশ।রজতকুমারবায়েনেরভাইপ্রসেনজিৎকুমারবায়ানজানান, তাদেরপরিবারেরতিনভাই,তাঁরাআলাদাআলাদাথাকেন,কেউকারোসাথেকথাবলেননা।গততিনচারদিনহলরজতকুমারবাড়িরবাইরেবেরোচ্ছিলেননা। তাঁরস্ত্রীএবংবাচ্চাসবাইমামাবাড়িগিয়েছে।তারপর রজত কুমারকেবেশকয়েকদিনবাড়িরবাইরেনাদেখতেপেয়েপরিবারেরসন্দেহহয়। শুধু তাই নয়, সন্দেহ হয়পাড়া-প্রতিবেশীদেরও। এরপর তাঁরা বাড়িরমধ্যেঢুকে ক্ষতবিক্ষতমৃতঅবস্থায়রজতকুমারকে পড়ে থাকতে দেখেন। এমনকি বাড়িরজিনিসপত্রসবএলোমেলোহয়েপড়েছিল বলেও জানিয়েছেন গ্রামবাসীরা।এদিকে গ্রামবাসীদেরমনে সন্দেহ হওয়ায়তড়িঘড়িখবরদেওয়াহয়ঝাড়গ্রামথানারপুলিশকে।ঘটনাস্থলেগিয়েপৌঁছায়ঝাড়গ্রামথানারপুলিশএবংরজতের মৃতদেহউদ্ধারকরেঝাড়গ্রামসুপারস্পেশ্যালিটিহাসপাতালেরমর্গেপাঠানো হয়।মৃতেরভাইজানান, দাদা রজতেরগায়েঅস্ত্রেরআঘাতেরদাগরয়েছে। পুরোবিষয়টিতদন্তকরছেঝাড়গ্রামথানারপুলিশ।