/anm-bengali/media/media_files/Z1SofDhmxa4omkCPiLks.jpg)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ আজমঙ্গলবার সকালেঝাড়গ্রাম (Jhargram) ব্লকেরআগুইবনিনেতুরাবাসস্ট্যান্ডেরকাছেক্ষতবিক্ষতঅবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নামরজতকুমারবায়েন (৫০)। এদিন তাঁর মৃতদেহউদ্ধারকরলঝাড়গ্রামথানারপুলিশ।রজতকুমারবায়েনেরভাইপ্রসেনজিৎকুমারবায়ানজানান, তাদেরপরিবারেরতিনভাই,তাঁরাআলাদাআলাদাথাকেন,কেউকারোসাথেকথাবলেননা।গততিনচারদিনহলরজতকুমারবাড়িরবাইরেবেরোচ্ছিলেননা। তাঁরস্ত্রীএবংবাচ্চাসবাইমামাবাড়িগিয়েছে।তারপর রজত কুমারকেবেশকয়েকদিনবাড়িরবাইরেনাদেখতেপেয়েপরিবারেরসন্দেহহয়। শুধু তাই নয়, সন্দেহ হয়পাড়া-প্রতিবেশীদেরও। এরপর তাঁরা বাড়িরমধ্যেঢুকে ক্ষতবিক্ষতমৃতঅবস্থায়রজতকুমারকে পড়ে থাকতে দেখেন। এমনকি বাড়িরজিনিসপত্রসবএলোমেলোহয়েপড়েছিল বলেও জানিয়েছেন গ্রামবাসীরা।এদিকে গ্রামবাসীদেরমনে সন্দেহ হওয়ায়তড়িঘড়িখবরদেওয়াহয়ঝাড়গ্রামথানারপুলিশকে।ঘটনাস্থলেগিয়েপৌঁছায়ঝাড়গ্রামথানারপুলিশএবংরজতের মৃতদেহউদ্ধারকরেঝাড়গ্রামসুপারস্পেশ্যালিটিহাসপাতালেরমর্গেপাঠানো হয়।মৃতেরভাইজানান, দাদা রজতেরগায়েঅস্ত্রেরআঘাতেরদাগরয়েছে। পুরোবিষয়টিতদন্তকরছেঝাড়গ্রামথানারপুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us