নিজস্ব সংবাদদাতা: পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মিহিটিকিরি গ্রামে একটি বহুতলে সন্ধ্যা নাগাদ আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন।
/anm-bengali/media/post_attachments/5deaf659-f68.png)
ঘটনার বেশ কিছু সময় পরে কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশনের একটি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে আসে। এবং আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্কের পরিবেশ।