/anm-bengali/media/media_files/ElTq5eLlcaFXhFUXGOwg.jpg)
নিজস্ব সংবাদদাতা, কোলাঘাটঃ অভিযান চালিয়ে কোলাঘাটের পয়াগগ্রামে বিপুল পরিমাণ বাজি এবং বাজি তৈরির মশলা উদ্ধার করলো পুলিশ। জানা গিয়েছে যে, গ্রেফতার হওয়া আনন্দ মাইতি এবং স্বপন মাইতির বাড়ি থেকে প্রায় ২ কুইন্টাল বাজি এবং বাজি তৈরির মসলা বাজেয়াপ্ত করে পুলিশ।
/anm-bengali/media/post_attachments/f4548bcb-1cc.png)
সূত্র মারফত জানা গিয়েছে যে, রীতিমতো দরজা ভেঙ্গে বাড়ির ভিতরে ঢোকে পুলিশ। বাড়িতে ঢুকে বিপুল পরিমাণ বাজি উদ্ধার করে পুলিশ। যদিও বাড়িতে কেউ ছিল না। কারণ বিস্ফোরণের দিন থেকেই সবাই বাড়িছাড়া।
/anm-bengali/media/post_attachments/474a2ce2-d75.png)
বিজেপির দাবী, প্রকৃত তদন্ত হোক। পুলিশ শাসকদলের অঙ্গুলি হেলনে কাজ করছে। এখন ধরপাকড় হবে , গ্রেফতার হবে , আবার কিছুদিন পরে ফের বাজি তৈরি হবে। শাসকদলের মদতেই এই অবৈধ বাজি নির্মাণ চলতো। এই বিপুল পরিমাণ বাজি উদ্ধার প্রমাণ হয়ে গিয়েছে যে এই জায়গায় বাজি তৈরি ও মজুত করা হত।
/anm-bengali/media/post_attachments/aa28ac88-e6e.png)
যদিও তৃণমূলের বক্তব্য বিজেপি ভাবে ওরা ক্ষমতায় এলে সব স্বর্গ করে দেবে। কিন্তু যা পরিবর্তন হওয়ার নয়। বাজি হাব তৈরি হবে কোলাঘাটে। শব্দবাজির পরিবর্তে গ্রীন বাজি তৈরি হবে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us