"নিজস্ব সংবাদদাতা: এবার হাতির আতঙ্ক ছড়ালো গড়বেতায়। রাতে গড়বেতা কলেজের সামনে দেখা মিলল হাতির দলের। রাতেই লোকজন জড়ো হয়ে হাতিগুলিকে তাড়ানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় বনদফতরে। পরে হাতিগুলিকে সেখান থেকে সরানো হয়। "