New Update
/anm-bengali/media/media_files/RcifV20wxhW2gPxNSTgg.jpg)
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ গতকাল ঝাড়গ্রাম থেকে রেললাইন পেরিয়ে সোজা খড়্গপুরে শহরে ঢুকলো হাতির দল। এই দলে প্রায় ১০ থেকে ১২ টি হাতি রয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই হাতির তাড়াতে হুলা পার্টিসহ পুলিশ তৎপর রয়েছে সকাল থেকে।
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, খড়গপুর সাউথ সাইড এলাকার কয়েকটি রাস্তা আপাতত বন্ধ রেখেছে খড়্গপুরের রেল এলাকার সিস্টেম টেকনিক্যাল স্কুলের সামনে জঙ্গলে রয়েছে হাতির দল। এই হাতি দল শহরে ঢোকার জেরে একেবারে আতঙ্ক ছড়িয়েছে গোটা খড়গপুর শহর জুড়ে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us