২৫টি হাতির দল লোকালয়ে! করল তাণ্ডব

কথনে ঘটল এই কাণ্ড?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-12 at 3.56.24 PM

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: সকাল হতেই লোকালয়ে ২৫টি হাতির একটি দল হাজির। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ধানঘোরী, ছোলাখালি এলাকায় তাণ্ডব করল তারা। আতঙ্কে গ্রামবাসী। ধানঘোরী নিমতল এলাকায় লণ্ডভণ্ড হয়েছে চাষের জমি. ক্ষতিপূরণের দাবিতে সরব কৃষকরা। 

ভোরের আলো ফোটার আগেই হঠাৎই লোকালয়ে ঢুকে পড়ে প্রায় ২৫টি হাতির দল। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ধানঘোরী ও ছোলাখালি গ্রামে। সদ্য রোয়া ধানের জমিতে শুরু হয় হাতির তাণ্ডব। বিঘের পর বিঘে ফসল মাটি চাপা পড়ে যায় হাতির পায়ের নিচে। চাষের জমি রক্ষার মরিয়া চেষ্টা করে গ্রামবাসীরা। কিন্তু হাতির দলের সামনে তাদের চেষ্টা ব্যর্থ হয়। ধানঘোরী থেকে ছোলাখালি পর্যন্ত গ্রাম ও চাষের জমিতে দীর্ঘক্ষণ দাপিয়ে বেড়ায় দাঁতালদের ওই দল। পরে আশেপাশের জঙ্গলে ফিরে যায় তারা। এলাকার কৃষকদের অভিযোগ, এত বড় একটি হাতির দল লোকালয়ে ঢুকে পড়লেও বন দফতরের কোনও আধিকারিক বা কর্মীর দেখা মেলেনি। ক্ষতিগ্রস্ত কৃষকরা অবিলম্বে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি তুলেছে।

Screenshot 2025-08-12 154852