চার বছরের এক শিশুকন্যার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার!

চিতাবাঘের শিকার চার বছরের এক শিশুকন্যা।

author-image
Ananda Das
New Update
WhatsApp Image 2023-09-03 at 15.27.12.jpeg

নিজস্ব সংবাদদাতা: শনিবার জম্মু-কাশ্মীরের  পঞ্চারি তহশিলের আপার বানজালা গ্রামের ৪ বছরের এক শিশুকন্যা সন্ধ্যা ৮ টা সময় বাড়ির সামনে খেলছিলো । তখন হঠাৎ ঝড়ের গতিতে এক চিতাবাঘ এসে ঐ শিশুকন্যাকে তুলে নিয়ে চলে যায় । এর পর বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করে এবং খবর দেওয়া হয় বনবিভাগের কর্মীদের । তারাও  এসে এলাকাজুড়ে তল্লাশি চালায়। এর পর বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে ঐ শিশুটির ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করা হয়। বনবিভাগের আধিকারিকরা জানান আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে এসে খোঁজাখুঁজি করা শুরু করি কিন্তু শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি । আমরা খুব শীঘ্রই ঐ চিতা বাঘটিকে ধরার ব্যবস্থা করছি ।