Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/2025/02/20/jnFdUSDmeA0nr6R62bwt.jpg)
ফাইল চিত্র
নিজস্বসংবাদদাতা: প্রেমঘটিত বিষয় নিয়ে নন্দীগ্রাম কলেজে প্রিন্সিপালের রুমেই হাতাহাতি এ ভি বি পি ও টি এম সি পি মধ্যে। আর সেই ভিডিও ভাইরাল হলো সমাজ মাধ্যমে।
জানা যাচ্ছে, কোন এক বহিরাগতকে নিয়ে প্রেম সংক্রান্ত বিষয়ে ঝামেলা ও মারধর করার অভিযোগ ওঠে গতকাল। সেই অভিযোগ নিয়ে নন্দীগ্রাম সীতানন্দ কলেজের অধ্যক্ষ এর কাছে গেলে সেই প্রিন্সিপাল রুমেই AVBP ও TMCP বচসা থেকে মারধর করার অভিযোগ একে অপরের বিরুদ্ধে। মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়েছে। দুই ছাত্র সংগঠনের দাবি একে অপরের বিরুদ্ধেই। যদিও কলেজের অধ্যক্ষ এই নিয়ে কোনই প্রতিক্রিয়া দিতে রাজি হননি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us