বারুণি মেলায় এক বিজেপি-তৃণমূল

দ্বন্দ্ব ভুলে একযোগে মেলা পরিচালনা করছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ও তৃণমূল সাংসদ মমতা ঠাকুর।

author-image
Jaita Chowdhury
New Update
bjp tmc delhi.jpg

নিজস্ব সংবাদদাতা: বিরোধ ভুলে একযোগে মেলা পরিচালনায় বিজেপি (BJP) সাংসদ শান্তনু ঠাকুর ও তৃণমূল (Tmc) সাংসদ মমতা ঠাকুর। যুযুধান দুই পক্ষ এখন মিলেমিশে একাকার। উপলক্ষ বারুণি মেলা। ঠাকুরনগরের বিখ্যাত বারুণী মেলা ঘিরে বারবার মতুয়াবাড়ির অন্দরেই তৈরি হয়েছে সংঘাত। এবার দ্বন্দ্ব ভুলে একযোগে মেলা পরিচালনা করছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ও তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। গতকাল তৃণমূল সাংসদ মমতা ঠাকুরকে সাষ্টাঙ্গে প্রণাম করতে দেখা যায় হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারকে। 

makar sangkranti