বড় সাফল্য রানাঘাট পুলিশ জেলার

কি কি সাফল্য পেল পুলিশ?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-01 at 5.49.18 PM

নিজস্ব প্রতিনিধি, নদীয়া: ফের বড়সড় সাফল্য রানাঘাট পুলিশ জেলার। রানাঘাট পুলিশ জেলার শান্তিপুর থানার অন্তর্গত ২ টি পৃথক চুরির ঘটনায়, চুরি যাওয়া জিনিস ফিরিয়ে দিল রানাঘাট পুলিশ জেলা। এদিন সাংবাদিক বৈঠক করে এই কথা জানালেন রানাঘাট পুলিশ জেলার SDPO সবিতা গোটেয়াল। 

শান্তিপুর থানার হরিপুর এলাকার তুলসী দেবনাথের বাড়ি থেকে পিতলের  বাসন, সোনা ও নগদ টাকা চুরি হওয়ার ঘটনায় ২ দিনের মধ্যে তদন্ত করে নিমাই হালদার এবং সুমন সাহা নামে দুজনকে গ্রেফতার করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ১৭.৩৮ গ্রাম সোনা এবং কিছু পেতলের বাসন উদ্ধার করা হয় পুলিশের তরফে। এরপর শান্তিপুর পৌরসভার পৌর আধিকারিক উত্তম প্রামানিকের স্কুটির ভেতর থেকে ১ লাখ ৮০ হাজার টাকা চুরির ঘটনায় তদন্ত করতে নেমে গণেশ যাদব নামে এক ব্যক্তিকে বিহার থেকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে ৪০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। আজ দুই ব্যক্তির কাছে তাদের চুরি হওয়া জিনিস ফিরিয়ে দিল শান্তিপুর থানার পুলিশ।

polshan