প্রয়াত ৯৬ বছর বয়সি স্বাধীনতা সংগ্রামী বিজন বালা প্রধান

স্বামী স্ত্রী দুজনেই ছিলেন স্বাধীনতা সংগ্রামী।

author-image
Adrita
New Update
দ

দিগ্বিজয় মাহালি, ডেবরাঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৯ নং ষাড়পুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতের রামগোপাল বাকলসা গ্রামের বাসিন্দা শ্রীমতী বিজন বালা প্রধান। বার্ধক্য জনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস  ত্যাগ করেন। তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল  ৯৬ বছর। তাঁর স্বামী  শ্রীপতি চরণ প্রধানও স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ভারত ছাড়ো আন্দোলনে স্বামী স্ত্রী দুজনে সামিল হয়েছিলেন বলে সূত্রের খবর।

দ

ডেবরার প্রাক্তন বিধায়ক স্বাধীনতা সংগ্রামী  ক্ষুদিরাম চক্রবর্তীর আসা যাওয়া ছিল এই দম্পতির বাড়িতে। এই দম্পতির নিজেদের কোনো সন্তান ছিল না। তাই মেজো ভাগ্নে বিনয় পাত্রকে নিজেদের বাড়িতে নিয়ে আসেন এবং  তাকে লালন পালন করেন। তাঁর শেষ জীবনে দেখাশুনা করতো এই ভাগ্নে বিনয় পাত্র ও  নাতি দীপক পাত্র। এই ঘটানার খবর এলাকায় ছড়িয়ে পড়তে  জ্ঞানীগুণী  ব্যক্তিসহ এলাকার বহু মানুষ শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিল। স্বামী স্ত্রী দুজনেই ফ্রীডম ফাইটার পেনশন পেতেন।