/anm-bengali/media/media_files/2025/10/15/screenshot-2025-10-15-140328-2025-10-15-14-04-18.png)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ নম্বর ব্লকে এক বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। বেলপাহাড়ি অঞ্চলে প্রায় ৯০০ জন কর্মী-সমর্থক একযোগে পদত্যাগ করলেন। পদত্যাগকারীরা জানিয়েছেন যে আপাতত তারা কোনো রাজনৈতিক দলে যাচ্ছেন না।
সূত্রের খবর, সম্প্রতি ব্লকের যুব সভাপতি রাজীব মাহাতকে সরিয়ে দেওয়া হয়। সেই সিদ্ধান্ত ঘিরে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমে উঠছিল বিভিন্ন অঞ্চলে। অভিযোগ, বাঁশপাহাড়ি, বেলপাহাড়ি, সন্দাপাড়া, শিলদা, ভেলাইডিহা ও হাড়দা অঞ্চলের যুব সভাপতিরা এই অসন্তোষের কথা বারবার জেলা যুব সভাপতিকে জানালেও তিনি কর্ণপাত করেননি। এমনকি কর্মীদের ফোন রিসিভ করতেও অনীহা দেখিয়েছেন বলে অভিযোগ। রাজীব মাহাত ২০১০ সালে আরএমএস কলেজে টিএমসিপির প্রার্থী ছিলেন। ২০২০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ব্লক যুব সভাপতির দায়িত্ব সামলেছেন। কর্মীদের দাবি, দলীয় স্বার্থে তিনি নিজের চাকরিও বিসর্জন দেন। এমন একজন নেতাকে চক্রান্ত করে সরানো হয়েছে বলেই একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তারা। স্থানীয় রাজনৈতিক মহলের মতে, এই ঘটনায় বিনপুর ২ নম্বর ব্লকে তৃণমূলের সাংগঠনিক কাঠামোতে বড় ধাক্কা লাগল। তবে ভবিষ্যতে এই পদত্যাগকারীরা অন্য দলে যোগ দেবেন কি না, তা এখনও পরিষ্কার নয়। ব্লক তৃণমূলের সহ-সভাপতি সদানন্দ মান্ডি অবশ্য দাবি করেছেন, "এখনও পর্যন্ত দলীয়ভাবে আমার কাছে কোনও রিপোর্ট আসেনি। আমাদের ১০টি অঞ্চলের সমস্ত নেতৃত্ব আমাদের পক্ষেই আছেন"। অন্যদিকে, বিজেপি নেতা সনাতন সরেন কটাক্ষ করে বলেন, "তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়ে কিছু বলব না। ওরা দলকে ব্যক্তিগত আয়ের মাধ্যম বানিয়েছে। সেই সমস্যা নিয়েই আজকের এই পরিস্থিতি"।
সামগ্রিকভাবে, বেলপাহাড়িতে এই পদত্যাগ অভিযান বিনপুর ২ নম্বর ব্লকে তৃণমূলের জন্য বড় সংকেত বহন করছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/15/screenshot-2025-10-15-140401-2025-10-15-14-04-30.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us