/anm-bengali/media/media_files/2025/11/16/screenshot-2025-11-16-29-pm-2025-11-16-14-08-58.png)
নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ২ নং ভরতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কাঁসাই নদীর পাড়ে রয়েছে তিলাপাটনা বা ডাক নাম তেমুয়ানী পিকনিক স্পট। কাঁসাই নদী দুই ভাগে বিভক্ত হয়ে একটি দ্বীপ তৈরি হয়েছে। সেখানেই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারীতে ভরপুর লোক আসে। পিকনিকের ভিড় জমে। তবে সেখানে না আছে কোনো শৌচালয়, না আছে কোনো বসার সেড, না আছে পরিস্কার পরিচ্ছন্নতা। প্রতি বারেই প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় স্থায়ী ভাবে জলের ব্যাবস্থা, শৌচালয়, রাস্তা, বসার সেড, গার্ডেনিং করা হবে। কিন্তু আদতে তা কিছুই হয়নি। বছরের পর বছর পেরিয়ে গেছে। পিকনিকের টাইম এলেই অস্থায়ী ভাবে জল, রাস্তা, ত্রিপল দিয়ে ঘেরা শৌচালয় বানিয়েই চুপ।
/anm-bengali/media/post_attachments/121d8442-de4.png)
এবছরের ফেব্রুয়ারী মাসে খড়্গপুরে আগের মহকুমাশাসক পাতিল যোগেশ অশোক রাও সাংবাদিক বৈঠক করে জানান তিলাপাটনা পিকনিক স্পটের জন্য ১৮ লক্ষ টাকা বরাদ হয়েছে প্রাথমিক কাজ গুলি করার জন্য। কিন্তু ৯ মাস হতে যায় তার কিছুই হয়নি। আর এতেই বেজায় চটেছে স্থানীয়রা। তাদের দাবি দ্রুত এই এলাকা পরিস্কার করে সমস্ত কিছুর ব্যাবস্থা করুক প্রশাসন। যদিও এই বিষয়ে ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ী জানান, "আমাদের সমস্ত প্ল্যান রেডি করে ট্যুরিজম ডিপার্টমেন্টকে পাঠানো হয়েছে। তবে এখনও তার কোনো উত্তর আসেনি৷ আমরা যোগাযোগ করবো। যাতে ওই এলাকার পিকনিক স্পটটিকে সাজিয়ে তোলা যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us