New Update
/anm-bengali/media/media_files/2025/05/02/8yBn8UIBUeILrQJjvdJj.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মাধ্যমিকে এবারে ৬৮৮ পেয়ে মেধা তালিকায় সম্ভাব্য অষ্টম স্থান অধিকার করেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের উদিতা রায়। বাড়ি বেলদার নবোদয় পল্লীতে।
বাবা খালিনা হাইস্কুলের শিক্ষক। মা বেলদা হাসপাতালের নার্স। বড় হয়ে আইআইটিতে পড়তে চায় উদিতা। অবসর সময়ে বই পড়তে ভালো লাগে। ফলাফলে খুশি স্কুল থেকে পরিবার সকলে।