New Update
/anm-bengali/media/media_files/FKGpeNK4byRI4JraMI97.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ স্নান করত নেমে গঙ্গায় তলিয়ে গেল ৩ কিশোর। এমনই ঘটনা ঘটেছে মালদহের বৈষ্ণবনগরের ১৭ মাইল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, নিবার গ্রামের আট কিশোর গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায়। স্থানীয়েরা পাঁচ জনকে উদ্ধার করলেও খোঁজ মেলেনি গ্রামেরই বাসিন্দা আরও তিন কিশোরের।
জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের জওয়ানরা বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us