নির্বাচনের ৭২ ঘন্টা আগেই ঘরওয়াপসী বিক্ষুব্ধ তৃণমূল কর্মীর

পঞ্চায়েত ভোটের আগেই দলবদলের খেলা জমে উঠল পশ্চিম মেদিনীপুরে।

author-image
SWETA MITRA
New Update
TMC PAS.jpg

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: প্রার্থী পদ না পাওয়ায় দল ত্যাগ করে কংগ্রেসে যোগদান করেছিলেন তৃণমূলের বহু পুরনো সৈনিক। তবে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Eelction) আগেই ফের ভোলবদল। দিন কয়েকের মধ্যেই আবার কংগ্রেস ছেড়ে তৃণমূলে (TMC) ফিরে এলেন শেখ মনিরুদ্দিন। দীর্ঘদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ২ নম্বর অঞ্চল তৃণমূলের দীর্ঘদিনের সৈনিক ছিলেন শেখ মনিরুদ্দীন। এমনকি তৃণমূলের অঞ্চল সভাপতিও ছিলেন এই ব্যক্তি। পশ্চিম মেদিনীপুর জেলার অবজার্ভার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ফের তৃণমূলে যোগদান করেন বিক্ষুব্ধ দলত্যাগ করা এই কর্মী। তৃণমূলের ছত্রছায়ায় থেকে মানুষের হয়ে কাজ করতে চান বলে জানিয়েছেন শেখ মনিরুদ্দিন।