/anm-bengali/media/media_files/2025/06/07/UGv4Uv9qS8jTZXpuaGBp.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ত্রিপল টাঙ্গিয়ে চলছে আইসিডিএস কেন্দ্র। তার জেরে গত সাতদিন ধরে খাওয়ার সরবরাহ বন্ধ। খবর পেতেই অঙ্গনওয়াড়ী কেন্দ্রে হাজির স্বয়ং বিডিও।
পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের অন্তর্গত কুশুমদা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলাড় মঙ্গলা মন্দির এলাকায় দীর্ঘদিন ধরেই দুর্ভোগ পরিস্থিতিতে চলছে একটি অঙ্গনওয়াড়ী কেন্দ্র। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সাল থেকে ত্রিপল টাঙিয়ে চলছে এই কেন্দ্রের কার্যক্রম। সম্প্রতি,গত ২৮ জুন ২০২৫ থেকে খাবার সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা চরমে পৌঁছেছে।
অভিভাবকদের অভিযোগ, সাত দিন ধরে ছোট ছোট শিশুরা না খেয়েই কেন্দ্র থেকে ফিরে আসছে। গর্ভবতীরাও খাওয়ার পাচ্ছেন না। বিষয়টি শিক্ষিকা তনুশ্রী জানাকে জানানো হলেও, তিনি জানান - “আমি অফিসে জানিয়েছি। অফিস যদি খাবার না পাঠায়, তাহলে আমি কী করব?”
/anm-bengali/media/post_attachments/3612c9ff-2bc.png)
এই পরিস্থিতিতে ক্ষিপ্ত হয়ে পড়েছে অভিভাবকরা। শিশুকে নিয়ে অঙ্গনওয়াড়ী কেন্দ্রের সামনে বিক্ষোভও দেখান তাঁরা। তাঁদের দাবি, “অন্য অঙ্গনওয়াড়ী কেন্দ্রগুলো ঠিকঠাক চললেও আমাদের এই কেন্দ্রটি দীর্ঘদিন ধরেই অব্যবস্থার শিকার। বৃষ্টি হলেই বলা হয় - ত্রিপলের কারণে রান্না হয়নি। আমরা চাই, আমাদের এসটি অধ্যুষিত এলাকাটির জন্য একটি স্থায়ী ও পরিকাঠামো সম্মত অঙ্গনওয়াড়ী কেন্দ্র তৈরি হোক, যাতে শিশুরা শিক্ষা ও পুষ্টি - দুটিই পায়”।
আর এই খবর পেতেই পিংলা ব্লকের বিডিও লেকপা ওয়াংচু শেরপা টিম নিয়ে অঙ্গনওয়াড়ী কেন্দ্রে হাজির হন। নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত কিছু ব্যবস্থা করেন তিনি। এরপর তাঁকে ফোন করা হলে তিনি জানান, “যিনি ওই কেন্দ্রের কর্মী আছেন তিনি তার সুপিরিয়রকে ঠিকভাবে রিপোর্ট না করায় এই সমস্যা। তবে আমরা তা সমাধান করে দিয়েছি”।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us