৭ কোটি টাকার প্রতারণা করে এগরায় গা ঢাকা, অবশেষে পুলিশের হাতে পাকড়াও প্রতারক

অভিযুক্তের বাড়ি থেকে নাগপুর থানার পুলিশ গ্রেপ্তার করে তাঁকে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-10-17 at 18.03.57

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রায় ৭ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে মহারাষ্ট্র পুলিশের নাগপুর থানার পুলিশ এগরা থানার পাঁচরোল থেকে এক যুবককে গ্রেপ্তার করল এবার। অভিযুক্তের নাম শুভেন্দু মাইতি। কলকাতায় থাকতো এই যুবক। IT ও ল ফার্মে কাজ করতো।

১ বছর আগে বাড়ি চলে আসে অভিযুক্ত। নাগপুর থানায় এই যুবকের নামে আর্থিক তছরূপের প্রচুর অভিযোগ জমা পড়ে। গতকাল গভীর রাত্রে অভিযুক্তের বাড়ি থেকে নাগপুর থানার পুলিশ গ্রেপ্তার করে তাঁকে। ওই যুবকের কাছ থেকে দুটি ল্যাপটপ ও ৪ টি মোবাইল সহ অনলাইন প্রতারণার প্রচুর নথি বাজেআপ্ত করেছে পুলিশ। আজ মহারাষ্ট্র নাগপুর পুলিশ ওই যুবককে কাঁথি আদালতে তোলে। ট্রানজিট রিমান্ডে তাঁকে নাগপুর ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। 

এই ঘটনার পেছনে আরো কোনও চক্র লুকিয়ে রয়েছে কিনা সেটাও পুলিশের নজরে রয়েছে, আরো অন্য কোনও থানায় এই অভিযুক্তের নামে অভিযোগ রয়েছে কিনা সেটাও পুলিশ খতিয়ে দেখছে।