ভোটের আগেই কংগ্রেসের বড় প্রতিশ্রুতি!

ভোটে জিতলে কেন্দ্রীয় সরকারের চাকরিতে মহিলাদের জন্য ৫০ শতাংশ পদ সংরক্ষণের ঘোষণা করল কংগ্রেস সরকার।

author-image
Shroddha Bhattacharyya
New Update
rahul gandhi birth.jpg

নিজস্ব সংবাদদাতা: আসন্ন লোকসভা নির্বাচনে মহিলাদের ভোট পেতে নরেন্দ্র মোদি গ্যাসের দাম কমিয়েছেন। জলের প্রকল্পের কথাও বলেছেন তিনি। সেই মহিলা ভোটব্যাঙ্ক থেকে ভোট কাড়তে আজ কংগ্রেস একই সঙ্গে গরীব মহিলাদের জন্য বছরে ১ লক্ষ টাকা নগদ উপহার ও কেন্দ্রীয় সরকারের চাকরিতে মহিলাদের জন্য ৫০ শতাংশ পদ সংরক্ষণের ঘোষণা করল।

rahul gandhi kargil.jpg
এর আগে নগদ আর্থিক সাহায্য পেয়েছে ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন মহিলারা।

rahul gandhi bjp.jpg

কিন্তু চাকরি ক্ষেত্রে আসন সংরক্ষণের প্রতিশ্রুতি এই প্রথম দিল কংগ্রেস সরকার।

publive-image

publive-image

publive-image

ADDD