New Update
/anm-bengali/media/media_files/2025/08/11/whatsapp-image-2025-08-11-at-130247-2025-08-11-18-17-36.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: নন্দকুমার থেকে খড়গপুর আদা রসুন কিনতে যাচ্ছিলেন নন্দকুমারের কুমরআড়া গ্রামের ব্যবসায়ী নিবারণ পাল। কোলাঘাটের হলদিয়া মোড়ের কাছে বাইক দাঁড় করানোর পর বাইক থেকে নামতেই পিছন দিকে বাইকে করে ৩ দুষ্কৃতি এসে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। কোলাঘাট থানায় অভিযোগ দায়ের করলেন ওই ব্যবসায়ী। তাঁর সঙ্গ দিলেন আরও এক ব্যবসায়ী।
/anm-bengali/media/post_attachments/a8cb80c0-f07.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us